জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। পরে ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FgYJ4i

March 03, 2018 at 07:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top