বিনোদন ডেস্কঃ শ্রীদেবীর মৃত্যুতে বড় ঝড় বইয়ে গেছে কাপুর পরিবারে। শুধু বনি কাপুর ও শ্রীদেবীর দুই মেয়েই নয়, বলিউডের তারকা অভিনেত্রীর এভাবে চলে প্রস্থান মেনে নিতে পারেননি বনি কাপুরের ভাই অনিল কাপুর ও তার মেয়ে সোনম কাপুরসহ পরিবারের অন্যরাও। মৃত্যুর খবর পেয়ে সমস্ত কাজ ফেলে ছুটে আসেন সোনম। পাশে দাঁড়ান শ্রীদেবীর মেয়ে জাহ্নবী ও খুশির। এরই মাঝেও মেজাজ হারাতে দেখা যায় সোনম কাপুরকে।
বুধবার যখন শ্রীদেবীর দেহ শেষকৃত্যের জন্য ভিলে পার্লে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল, সেসময় রাস্তায় হঠাৎই মেজাজ হারান সোনম কাপুর। সেদিন যখন সোনম ভিড় ঠেলে শববাহী গাড়ির দিকে এগোচ্ছিলেন তখন সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের ভিড়ে আটকে পড়েন তিনি। সকলের ধাক্কা ধাক্কিতে গাড়ির দিকে এগিয়ে যাওয়া তাঁর পক্ষে মুশকিল হয়ে পড়েছিল সোনমের পক্ষে। আর তখনই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। তাঁর মুখ দিয়ে বেরিয়ে আসে কিছু অশালীন শব্দ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Ffin0L
March 03, 2018 at 07:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.