তপশিলি জাতি বা উপজাতি নিগ্রহের অভিযোগ এলেই গ্রেফতারি নয়

নয়াদিল্লি, ২১ মার্চঃ তপশিলি জাতি ও উপজাতির তাত্ক্ষণিক গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই আইনের অপব্যবহার হচ্ছে।

এক মামলার শুনানিতে আদালতের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হলে সেক্ষেত্রে গ্রেফতারির প্রয়োজন নেই।

এতদিন তপশিলি জাতি ও উপজাতি আইনে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে আগাম জামিন পাওয়া যেত না। আদালত জানিয়েছে, এবার থেকে শুধুমাত্র গ্রহণযোগ্য অভিযোগের ক্ষেত্রেই আগাম জামিনের আবেদন খারিজ করা হবে। মিথ্যে মামলার ক্ষেত্রে আগাম জামিন দেবে আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IDc6dW

March 21, 2018 at 01:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top