শিলং, ২১ মার্চঃ তথ্য জানার অধিকার নিয়ে মেঘালয়ের দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়া পোইপিনুহান মাজৌকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে মঙ্গলবার। মেঘালয়ে জনগণের টাকা নয়ছয় করার বিরুদ্ধে তিনি প্রতিবাদের মুখ ছিলেন তিনি।
মেঘালয় হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীনে চলা সমস্ত প্রকল্পে দুর্নীতি আটকাতে তিনি আরটিআইয়ের মাধ্যমে একের পর এক আবেদন জমা দিয়েছেন। শিলং থেকে ১২০ কিমি দূরে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের খিলেহরিয়াতের কাছে একটি সেতুর নিচ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পোইপিনুহান মাজৌ জয়ন্তিয়া ইয়ুথ ফেডারেশনের সভাপতিও ছিলেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের ডেপুটি কমিশনারের দপ্তরের কাছে শেষবার তাঁকে বাইকে দেখা গিয়েছিল। মাজৌ-র দেহের পাশে একটি রেঞ্চ পাওয়া গিয়েছে। প্রাথমিক অনুমান, মাথায় আঘাত করেই খুন করা হয়েছে তাঁকে।
সম্প্রতি আরটিআই থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে তিনি অভিযোগ করেছিলেন, এই অঞ্চলে সিমেন্ট কারখানাগুলি বেআইনি খননের কাজ চালাচ্ছে। সিভিল সোসাইটি ওমেন অর্গানাইজেশনের সভাপতি অ্যাগনেস খারসিং এই খুনের তীব্র নিন্দা করেছেন। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DJKj7R
March 21, 2018 at 01:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন