সব থেকে শক্তিশালী ইঞ্জিনের পরীক্ষা শুরু করল রেল

নয়াদিল্লি, ২১ মার্চঃ দেশে ট্রেনের গতি বাড়াতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের পরীক্ষা শুরু করল ভারতীয় রেল। টুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।

এতদিন মালগাড়ি চালানোর জন্য ৬,০০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন WAG-9 ইঞ্জিন ব্যবহার করত ভারতীয় রেল। এবার দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন WAG-12 ইঞ্জিন তৈরি করে নিয়েছে তারা। ১২,০০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন এই ইঞ্জিন ২০০০ টন পর্যন্ত ওজন টানতে সক্ষম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FQB242

March 21, 2018 at 02:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top