নয়াদিল্লি, ২১ মার্চঃ দেশে ট্রেনের গতি বাড়াতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের পরীক্ষা শুরু করল ভারতীয় রেল। টুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
এতদিন মালগাড়ি চালানোর জন্য ৬,০০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন WAG-9 ইঞ্জিন ব্যবহার করত ভারতীয় রেল। এবার দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন WAG-12 ইঞ্জিন তৈরি করে নিয়েছে তারা। ১২,০০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন এই ইঞ্জিন ২০০০ টন পর্যন্ত ওজন টানতে সক্ষম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FQB242
March 21, 2018 at 02:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন