বোর্ডের ডিজিট্যাল স্বত্বের দৌড়ে জিও, ফেসবুক, গুগল

মুম্বই, ২৫ মার্চঃ দুই দৈত্যের লড়াই। ভারতীয় ক্রিকেট বোর্ডের ডিজিট্যাল স্বত্বের লড়াইয়ে দেশি-বিদেশি একঝাঁক প্রথমসারির সংস্থার সঙ্গে টক্কর দিতে হাজির সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ও সার্চ জায়ান্ট গুগল। এই দুই বাণিজ্যিক দৈত্যকে লড়াই করতে হচ্ছে মুকেশ আম্বানির জিও ইনফোকম লিমিটেড ও হটস্টারের সঙ্গে। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জানা যাবে, আগামী পাঁচ বছর কাদের হাতে থাকবে ভারতীয় ক্রিকেটের  ডিজিট্যাল স্বত্ব।

ফেসবুক আইপিএলের ডিজিট্যাল রাইটসের জন্য গত বছর ৩৯০০ কোটি টাকার দরপত্র জমা দিয়েছিল। সংশ্লিষ্ট ক্যাটিগোরিতে এগিয়ে থাকলেও, সামগ্রিক দরে শেষপর্যন্ত স্টার স্বত্ব জিতে নেয় ১৬,৩৪৭ কোটি টাকায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DTJqtN

March 26, 2018 at 12:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top