বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে রামনবমীর মিছিলে তৃণমূল   

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল,  ২৫ মার্চঃ রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই এ ব্যপারে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে অস্ত্র নিয়ে মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তরোয়াল হতে নিয়ে তার হুমকি, ‘রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল হবে। কেউ বাধা দিতে গেলে লংকাকান্ড বেধে যাবে।’ বিজেপির রাজ্য সভাপতিকে কেউ অবশ্য বাধা দিতে যাননি। আর তৃণমূল কংগ্রেস কর্মীরা ব্যস্ত ছিলেন রামনবমীর নিজস্ব কর্মসূচিতে।

রবিবার শিলিগুড়িতে চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের মাঠ থেকে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে মিছিল শুরু হয়।  গেরুয়া পোশাক পরে হাজির হয়েছিলেন অনেক তৃণমূল নেতাই। মিছিল থেকে জয় শ্রীরাম ধ্বনি উঠতে থাকে। গৌতমবাবু এদিন বলেন, ‘রাম শান্তির প্রতীক। তাই সর্বধর্মের মানুষকে নিয়ে চলতেই এই উদ্যোগ।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IRHVQl

March 26, 2018 at 12:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top