ভিডিয়ো কলে পরিবারের সঙ্গে কথা বলতে পারবে বন্দিরা

কলকাতা, ২৫ মার্চঃ রাজ্যে জেলবন্দিরা এবার থেকে ভিডিয়ো কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলতে পারবে। ‘ই-মুলাকাত’ নামে এই প্রকল্পটি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে সম্প্রতি চালু হয়েছে। রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, সংশোধনাগারগুলিতে এমন অনেক বন্দি রয়েছে, যাদের বাড়ি প্রত্যন্ত এলাকায়। অনেকে আবার ভিন রাজ্যের বন্দি। বেশ কিছু বিদেশি বন্দিরাও রাজ্যের সংশোধনাগারগুলিতে রয়েছে। তাদের আত্মীয়-পরিজনদের পক্ষে সংশোধনাগারে এসে দেখা-সাক্ষাৎ করা অত্যন্ত কঠিন। ই-মুলাকাত চালু হওয়ায় এবার পরিবারের সঙ্গে এইসমস্ত  বন্দিরা কথা বলতে পারবে। সপ্তাহে দু’বার ১০ মিনিটের জন্য এই ভিডিয়ো কলটি করা যাবে। এরজন্য কোনো খরচ লাগবে না।

কারামন্ত্রী জানিয়েছেন, বিদেশে বসবাসকারী এক মহিলা তাঁদের চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের একটি জেলে গত ১০ বছর ধরে তাঁর ছেলে বন্দি রযেছে। তাঁর ছেলের সঙ্গে এই সময়ের ভিতর একবারও কথা হয়নি। ই-মুলাকাত তৈরি করতে ওই মহিলা সাহায্য করেছেন বলে দাবি করেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DRI3f3

March 25, 2018 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top