নয়াদিল্লি, ২৮ মার্চঃ কপিল দেব, লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সচিন তেন্ডুলকরদের পর এবার বিরাট কোহলি৷ ক্রীড়াবিশ্বের একঝাঁক কিংবদন্তিদের সঙ্গে তৃতীয় ভরতীয় ক্রিকেটার হিসেবে একাসনে জায়গা করে নিতে চলেছেন ভারত অধিনায়ক৷ দিল্লির মাদাম তুসোয় স্থাপিত হতে চলেছে বিরাট কোহলির মোমের মূর্তি৷
উচ্ছ্বসিত বিরাট মিউজিয়াম কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মাদাম তুসোয় জায়গা পাওয়া অত্যন্ত সম্মানের৷ মাদাম তুসোর প্রতিনিধিদলকে ধন্যবাদ আলোচনা চক্রে ধৈর্য্য দেখানো এবং অসাধারণ কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য৷’
লন্ডন থেকে মাদাম তুসোর বিশেষজ্ঞ প্রতিনিধিরা ভারতে আসেন বিরাটের সঙ্গে দেখা করতে৷ কোহলির শরীরের সঠিক মাপ নেওয়া ছাড়াও নিখুঁতভাবে মূর্তি তৈরি করতে বেশ কিছু ছবিও তোলেন তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pOIIsM
March 28, 2018 at 10:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন