কংগ্রেসকে পাশে চান মমতা

নয়াদিল্লি, ২৮ মার্চঃ বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে সঙ্গে নিয়ে এগোতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১০ জনপথে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ-এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে সোনিয়ার সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক শেষে তিনি জানান, যখনই দিল্লিতে যান সোনিয়ার সঙ্গে দেখা করেন তিনি। সোনিয়ার শারীরিক অবস্থার খোঁজখবরও নিয়েছেন মমতা। আলোচনা হয়েছে রাজনৈতিক বিষয়েও।
আজ সোনিয়াকে ‘বিরোধী কনক্লেভের’ পাশে থাকার অনুরোধ করেছেন বলে জানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে একের বিরুদ্ধে এক ফর্মুলার বিষয়ে জানিয়েছেন তিনি। তাঁর প্রস্তাব, যেখানে যে শক্তিশালী সে লড়ুক। একের বিরুদ্ধে এক লড়াই হওয়াটা খুব জরুরি। একের বিরুদ্ধে এক লড়াই হলে বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া নিশ্চিত। মমতার বক্তব্য, ওরা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কোনও কাজ মানুষের জন্য করছে না।
একইসঙ্গে আগামী কর্নাটক নির্বাচনে কংগ্রেসকেই ক্ষমতায় দেখতে চান তৃণমূল সুপ্রিমো। বিজেপি বিরোধীদের পাশাপাশি বিজেপির অন্দরে মোদি বিরোধী বলে পরিচিত অরুণ শৌরী, যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন সিনহার সঙ্গেও আজ দেখা করেন মমতা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J5KZIS

March 28, 2018 at 10:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top