কলকাতা, ১২ মার্চ- আজ, সোমবার এরাজ্যের রাজ্যসভার প্রার্থীরা বিধানসভায় তাঁদের মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের চার এবং কংগ্রেস ও বামফ্রন্টের একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেবেন। এদিন সকাল ১১ থেকে শুরু হবে মনোনয়ন জমার কাজ। বিধানসভার সচিব এই নির্বাচনের রিটার্নিং অফিসার। তাঁর কাছেই প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের চারজন প্রাথী হলেন নাদিমুল হক, শান্তনু সেন, আবির বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তী৷ এঁদের জয় নিশ্চিত বলা যায়। পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভকে সমর্থন করেছে তৃণমূল। ফলে কংগ্রেস প্রার্থীর জয়ও প্রত্যাশিত। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না থাকায় বাম প্রার্থী রবিন দেবের পক্ষে জেতা প্রায় অস্ভব হয়ে পরেছে। আরও পড়ুন: কবে মিলবে বকেয়া ডিএ, কবে বেতন কমিশন! উল্লেখ্য, আগামী ২৩ মার্চ ভোটগ্রহণ হবে রাজ্যের পাঁচটি আসনে। এদিনই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:১০/১২ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FHiqCv
March 12, 2018 at 05:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন