মালবাজারে দুটি গাড়ির সংঘর্ষে মৃত এক মহিলা, আহত ১০

মালবাজার, ১২ মার্চঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালবাজারের বাঁশবাড়ি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ যাত্রীবাহী একটি ছোটো গাড়ি ওদলাবাড়ি থেকে মালবাজারে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রবাহী গাড়িটির। এর জেরে যাত্রীবাহী গাড়িটি ছিটকে রাস্তার পাশে উলটে যায়। ঘটনায় রুবি রায় নামে এক মহিলার মৃত্যু হয়। আহত ১০ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু’জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। মাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদদাতাঃ বিদেশ বসু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ij9OR2

March 12, 2018 at 07:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top