মুম্বই, ১২ মার্চঃ প্রায় ৫০ হাজার প্রতিবাদী কৃষকের দাবি মানতে বাধ্য হল মহারাষ্ট্র সরকার। সোমবার বিকালে সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল। বৈঠকের পরে সরকারের তরফে লিখিতভাবে কৃযকদের দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে দেন তিনি।
ঋণ মকুব সহ ৬ মাসের মধ্যে কৃষকদের নামে জমি হস্তান্তরেরও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। অপরদিকে সরকারের এই প্রতিশ্রুতিতে সম্মান দিয়ে আন্দোলন প্রত্যাহার করলেন কৃষকরা।
এদিন রাজ্য বিধানসভায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকেই কৃষকদের দাবি নিয়ে আলোচনা চলছে। আমরা তাঁদের সব দাবি শুনেছি এবং যাবতীয় অভিযোগ দূর করার চেষ্টা চালিয়ে যাব।’
কৃষি ঋণ মুকুব সহ একাধিক দাবি নিয়ে নাসিক থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন ৩০ হাজার কৃষক। মুম্বইয়ে এসে সেই জন জোয়ারে সামিল হয়েছিলেন প্রায় ৫০ হাজার মানুষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2p8zSWn
March 12, 2018 at 07:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন