আগরতলা, ৩ মার্চঃ ত্রিপুরায় গেরুয়া ঝড়। শনিবার ফলাফল ঘোষণা যত এগিয়েছে, একটাই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কে? সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে এগিয়ে রয়েছেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব।
৪৫ বছরের বিপ্লব দেবের জন্ম দক্ষিণ ত্রিপুরার উয়দপুর মহকুমায়। পড়াশোনা দিল্লিতে। ২০১৬ সালের ৭ জানুয়ারি ত্রিপুরা রাজ্য সভাপতির দায়িত্ব নেন বিপ্লব।
যদিও বিপ্লব দেবের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। দলের সাধারণ সম্পাদক রাম মাধব জানিয়েছেন, আজ সন্ধ্যায় বিজেপির সংসদীয় পর্ষদের বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিপ্লবের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদে দাবিদার হিসেবে উঠে আসছে প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ দেব বর্মনের নামও। গত অগস্টেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজিপিতে যোগ দিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CVByY7
March 03, 2018 at 05:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন