চেন্নাই, ৩ মার্চঃ বিয়ের অনুষ্ঠানে সামিল হতে দুবাই গিয়েছিলেন গত ২৪ ফেব্রুয়ারি। দুবাইয়ের হোটেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের চাঁদনি। তারপর অনেক আইনি জটিলতা কাটিয়ে দেশে নিয়ে আসা হয় তাঁর দেহ। অবশেষে বুধবার চোখের জলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবীর। তাঁর আচমকা প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না বলি মহলের একটা বড় অংশ। তবুও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন নায়িকার প্রিয়জনেরা।
সূত্রের খবর, শনিবার চেন্নাইয়ে নিয়ে আসা হবে শ্রীদেবীর চিতাভস্ম। রামেশ্বরমের সমুদ্রে নিজে হাতে তা ভাসিয়ে দেবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। বিশেষ এয়ারক্র্যাফ্টে করে মুম্বই থেকে চেন্নাই শ্রীদেবীর চিতাভস্ম নিয়ে যাওয়ার কথা রয়েছে বনির। তবে তাঁদের দুই মেয়ে জাহ্নবী এবং খুশি সেখানে থাকবেন কিনা তা এখনও জানা যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CVmwBN
March 03, 2018 at 05:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন