টরন্টো, ২৯ মার্চ- বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫শে মার্চ জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় গ্র্যান্ড প্যালেস অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য/সদস্যা ছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধনের পরপরই ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। উপস্থিত দুই বীর মুক্তিযেোাদ্ধা ছিলেন মাসুক মিয়া ও শাহজাহান উদ্দিন। সংগঠনের সভাপতি দেবব্রত দে তমালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোরের আলোর সম্পাদক খন্দকার আহাদ, সংগঠনের সাবেক সভাপতি রেশাদ চৌধুরি, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি রেজাউর রহমান, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আতাউর রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকু, উদীচী কানাডার সভাপতি সৈয়দ ফেরদৌস, সংগঠনের উপদেষ্টা সুশীতল চৌধুরি, সংগঠনের সাবেক সভাপতি মিজান চৌধুরি, ব্যারিষ্টার ওয়াসিম আহমেদ ও দেশে বিদেশে পত্রিকার সম্পাদক নজরুল মিন্টো। সভায় বক্তারা স্বাধীনতা দিবসের উপর আলোকপাত করে আসন্ন বিশ্ব সিলেট সম্মেলনকে সফল করার জন্য নানান পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ পর্ব পরিচালনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরি রণি। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মানিক চন্দের পরিচালনায় এ পর্বে অংশগ্রহণ করেন উদীচী কানাডার শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশনায় ছিল অরুণা হায়দারের সুকন্যা নৃত্যাঙ্গনের শিক্ষার্থীবৃন্দ। উপস্থাপনায় ছিলেন ফারহানা আহমেদ ও সাংস্কৃতিক সম্পাদক মানিক চন্দ । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশ্ব সিলেট সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ খানের উপস্থাপনায় সাইটিট উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মুজিবুল হক মুজিব। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সহ সভাপতি ফয়জুল চৌধুরী, সহ সভাপতি ইন্তিখাব চৌধুরী তুহিন, সহ সভাপতি আহমেদ হোসেন লনি, সহ সভাপতি আব্দুল হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুমেল চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফ, ক্রীড়া সম্পাদক এজাজ চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সহ অর্থ সম্পাদক তানভীর রেজা চৌধুরী, দপ্তর সম্পাদক মকবুল হোসেন মঞ্জ, ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধিরী, সহ ক্রীড়া সম্পাদক শাহজাহান রুমেল, সহ সাংগঠনিক সম্পাদক কাজল রয়, নির্বাহী সদস্য যথাক্রমে হাসান তারেক ইমাম, বিবেক সেন রাজীব প্রমুখ। সবশেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GZJeft
March 31, 2018 at 07:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন