টরন্টো, ৩০ মার্চ- বাংলাদেশি কানাডীয়ানদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত বেসরকারি সংস্থা ভিশন ইনফিনিটি ফাউন্ডেশনের বিরুদ্ধে রক্তবাহিত রোগের সংক্রমন নিয়ন্ত্রন নীতিমালা ভঙ্গ করে নাগরিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগ ওঠেছে। সম্প্রতি গত ২৫ মার্চ ৩৬০০ কিংস্টন রোডের স্কারবোরো ভিলেজে অনুষ্ঠিত ভিশন ইনফিনিটি ফাউন্ডেশনের স্বাস্থ্যমেলায় সেবা নেওয়া নাগরিকদের আগামী ৭ দিনের মধ্যে রক্ত পরীক্ষার জন্য পরামর্শ দিয়েছে টরন্টো পাবলিক হেলথ। জানা গেছে, এই ব্যাপারে তদন্ত করে তারা অভিযোগের সত্যতা পেয়েছে। উল্লেখ্য, ভিশন ইনফিনিটি ফাউন্ডেশন কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে। তারই অংশ হিসেবে তারা এ স্বাস্থ্যমেলার আয়োজন করে। ওই মেলায় অংশ নেওয়া নাগরিকদের রক্তে গ্লুকোজের পরিমাপ করা হয়। টরন্টো পাবলিক হেলথ বলেছে, ভিশন ইনফিনিটি ফাউন্ডেশনের স্বাস্থ্যমেলায় নাগরিকদের রক্তের গ্লুকোজ পরিমাপ করার সময় একই ল্যানসেট ব্যবহার করে বিভিন্নজনের রক্তের গ্লুকোজ পরিমাপ করা হয়েছে। হেলথ টরন্টো এটিকে সংক্রমন নিয়ন্ত্রন নীতিমালার মারাত্মক লংঘন হিসেবে অভিহিত করেছে। হেলথ টরন্টো বলেছে, এই ব্যাপারে অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে। হেলথ টরন্টো সংশ্লিষ্ট ফ্যামিলি ফিজিশিয়ানদের চিঠি লিখে ইনফিনিটি ফাউন্ডেশনের স্বাস্থ্য মেলায় রক্তের গ্লুকোজ পরীক্ষা করিয়েছেন এমন নাগরিকদের দ্রুত চিকিৎসকের আওতায় আনার পরামর্শ দিয়েছেন। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রোগীদের রক্তের গ্লুকোজ পরিমাপের জন্য ল্যানসেট ব্যবহার করা হয়। একটি ল্যানসেট কেবলমাত্র একজনের জন্যই ব্যবহার করা হয় দ্বিতীয়বার সেটি ব্যবহার করা নিষিদ্ধ। হেলথ টরন্টো জানিয়েছে, একজনের শরীরে ব্যবহার করা লেনসেট পূণরায় ব্যবহারের ফলে হ্যাপাটাইটিস বি এবং সি সংক্রমনের তথ্য তাদের কাছে আছে। এইডস সংক্রমনের সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও ল্যানসেট পুনর্ব্যবহারে এইডস সংক্রমনের আশকা আছে বলে হেলথ টরন্টো বলেছে। সূত্র: নতুন দেশ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E5iw25
March 31, 2018 at 09:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন