ঢাকা, ২০ মার্চ- নিদাহাস ট্রফি নিয়ে কত কিছুই না ঘটে গেল। ট্রফি জয় নাকি যুদ্ধ জয়। প্রতিপক্ষ দুই দেশের গণমাধ্যমের আচরণে মনে হয়েছে ক্রিকেট খেলতে যায়নি বাংলাদেশ। ভারত-শ্রীলঙ্কার গণমাধ্যমের এমন ব্যাবহারের ক্ষুদ্ধ বাংলাদেশের ক্রিকেটারদের থেকে শুরু করে সমর্থকরাও। দুই দেশের গণমাধ্যমের এমন বিষয়টি চোখে পড়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে মাশরাফি বলেন, পরিবার থেকে যেটা শিখেছি আমরা যদি খারাপ আচরণ করে থাকি সেটা বড়রা ধরিয়ে দেয় যেন শুধরাতে পারি। আরও পড়ুন: সিনেমায় ক্রিকেটার তাসকিন! ভারতীয় কয়েকটি টিভিতে বাংলাদেশি ক্রিকেটারদের বেতমিজ বলা হয় এবং ফাইনাল ম্যাচের আগে তারা বলে, আজ বাংলাদেশকে তমিজ শেখাবে ভারত। এসব দেখে খুবই হতাশ হয়েছেন মাশরাফি। তিনি বলেন, আমাদেরও তো গণমাধ্যম আছে। আমিতো দেখিনি এভাবে আক্রমন করতে বরং আলোচনা-সমালোচনা হয়েছে। খেলাকে খেলার মতই দেখা উচিৎ। খেলার মাঝে যুদ্ধের মতো কোনো আচরণের কারণ নেই। ক্রীড়া মানেই তো সুস্থ বিনোদন। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FZyigH
March 21, 2018 at 12:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন