বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের মৃত ঘেষাণা দেয়ার সুন্দর আলী ওরফে শাহাবুদ্দিন (২০) নামের ছেলেটি সিলেটের ওসমানীতে গিয়ে জীবিত। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বিকেল সোয়া ৫টার দিকে সুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন তার মা খয়রুন নেছা ও ছোটভাই জায়েদ আলী। বেঁচে যাওয়া ছেলেকে একনজর দেখতে তার বাড়িতে এখন লোকের সমাগম। গত সোমবার রাতে বিয়ের জন্য পেট্রোল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আজিজ নগরের সিকন্দর আলীর ছেলে পিকআপ চালক সুন্দর আলী ওরফে শাহাবুদ্দিন।
সিকন্দর আলী জানান, ছেলেকে বিয়ে করাতে রাজি না হওয়ায় সোমবার রাতে সে পেট্রোল পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে কাদিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিলা আফরিন মিথি তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুন্দর আলীকে জীবিত দেখে দ্রুত চিকিৎসার জন্যে ভর্তি করেন। বিয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে গেলে টিএইচওকে না পেয়ে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা ইয়াছমিনকে পান। তার কাছে জানতে চাইলে তিনি কোন তথ্য দিতে রাজি হননি।
এ প্রসংগে জানতে চাইলে সাকিলা আফরিন মিথি সাংবাদিকদের জানান, এ ঘটনাটি ভুল বুঝাবুঝি হওয়াতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2DJj39C
March 21, 2018 at 12:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন