বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়ে শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

index-15বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়ে শালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে মধ্যস্থকারী ব্যক্তিসহ অনন্ত ১০জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ২টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের আলতাব আলী ও আবদুল ওয়াহিদ লোকজনের মধ্যে গ্রামের মসজিদ প্রাঙ্গনে এঘটনা ঘটে। আহতরা হলেন-বাছিত মিয়া, আঙ্গুর মিয়া, রিপন আহমদ, মারুফ মিয়া, মধ্যস্থকারী মহবুল মিয়া। বাকি আহতদের তাৎক্ষনিক নাম জানাযায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার পরিস্থিতি শালিসি ব্যক্তিদের মাধ্যমে শান্ত রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের জামে মসজিদের ইমামকে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এবিষয়ে আজ বুধবার দুপুরে উভয় পক্ষের সম্মতিক্রমে এলাকার জনপ্রতিনিধি, শালিশ ব্যক্তি, এলাকার মুরব্বীদের নিয়ে মসজিদে প্রাঙ্গনে বৈঠক বসেন। শালিস বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান পীর লিয়াকত, নিজাম উদ্দিন সিদ্দিকী, শালিস ব্যক্তি মহল মিয়া, মফিজ আলী, আশরাফুল চৌধুরী, রিয়াজ উল্লাসহ বিভিন্ন শালিসি ব্যক্তিবর্গ। শালিস বৈঠক চলাকালি সময়ে আলতাব আলী ও আবদুল ওয়াহিদ লোকজনের মধ্যে কথাকাটিকাটি শুরু হয়। এতে শালিস বেঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের লোকজনসহ মধ্যস্থকারী ব্যক্তি আহত হন। পরে অনেক চেষ্ঠা চালিয়ে উপজেলা চেয়ারম্যানসহ উপস্থিত শালিস ব্যক্তি ও এলাকার মুরব্বীরা পরিস্থিতি শান্ত করেন। আগামী বুধবার ফের উভয় পক্ষের লোকজনকে নিয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, শালিসি বৈঠকে কথাকাটাটির মধ্যে দু-পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সকলের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয় এবং আগামী বুধবার ফের উভয় পক্ষের লোকজনকে নিয়ে শালিস বৈঠক আহবান করা হয়েছে বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pel1tD

March 14, 2018 at 07:04PM
14 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top