মৃতদেহ হস্তান্তর নিয়ে সংশয়

কাঠমান্ডু, ১৪ মার্চঃ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ওই দুর্ঘটনায় ২৬ জন বাংলাদেশি নাগরিক মারা গিয়েছেন বলে খবর। মরদেহগুলি কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় শিক্ষা হাসপাতালের ফরেন্সিক ল্যাবে রয়েছে। ফরেন্সিক বিভাগের প্রধান প্রমোদ শ্রেষ্ঠ জানিয়েছেন, মৃতদের পরিচয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত দেহ ছাড়া যাবে না। বেশিরভাগ দেহ এমন বিকৃত হয়েছে, তা শণাক্ত করা আত্মীয়স্বজনদের পক্ষেও সম্ভব অসম্ভব হয়ে পড়েছে। নেপালের বাংলাদেশ দূতাবাসও জানিয়েছে, মৃতদেহ হস্তান্তর করতে সময় লাগবে।

এদিকে, নেপালের ত্রিভুবন বিমানবন্দর সংস্কারের কাজ শুরু হয়েছে। একের পর এক বিমান দুর্ঘটনার কারণে এই বিমানবন্দরটির নিরাপত্তা নিয়ে বরাবরাই প্রশ্ন ছিল। গত সোমবার ইউএস বাংলা বিমান ভেঙে পড়া আরও একবার এই প্রশ্ন উস্কে দিল। খুব শিঘ্রই এই আন্তর্জাতিক বিমানবন্দরটির সংস্কারের কাজ শুরু হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IpN3Lj

March 14, 2018 at 07:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top