রাজ আমলের ল্যাম্পপোস্ট সংরক্ষণের দাবি

হলদিবাড়ি, ১৪ মার্চঃ সরানো হতে পারে কোচবিহারের রাজ আমলের প্রাচীন নিদর্শন। বর্তমানে হলদিবাড়ি পূর্বপাড়ায় ইমিগ্রেশন রোডের পাশে রাজ আমলের একটি  ল্যাম্পপোস্ট রয়েছে। রাজ আমলের ইতিহাস হিসেবে সেই ল্যাম্পপোস্টটি সংরক্ষণে সরব হয়েছে হলদিবাড়িবাসী তথা কোচবিহার হেরিটেজ সোসাইটি হলদিবাড়ি শাখা।

হলদিবাড়ি-মেখলিগঞ্জের মধ্যে যোগাযোগকারী তিস্তা নদীর ওপর জয়ী সেতুর কাজ শুরু হয়েছে। এরসঙ্গে শুরু হয়েছে সেই সেতুর সংযোগকারী রাস্তা সম্প্রসারনের কাজ। রাস্তাটি সম্প্রসারণ করতে গেলে সরাতে হবে রাজ আমলের এই প্রাচীন নিদর্শন।

কোচবিহার হেরিটেজ সোসাইটির হলদিবাড়ি শাখার যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র রায় জানান, তিস্তার ওপর জয়ী সেতু নির্মানের জন্য রোডটি সম্প্রসারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে ল্যাম্পপোস্টটি সরানো জরুরি হয়ে পড়েছে। তিনি দাবি করেন, ঐতিহাসিক নিদর্শন প্রাচীন ল্যাম্পপোস্টটি পুরসভা অথবা পূর্ত দপ্তরের সামনে সংরক্ষণের ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FZWF0O

March 15, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top