প্রসবের হার বাড়াতে সচেতনতা শিবির রায়গঞ্জে

রায়গঞ্জ, ১৫ মার্চঃ উত্তর দিনাজপুরে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ১০০ শতাংশ করার লক্ষ্যে জেলার ইমামদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার রবীন্দ্রভবনে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা সহ জেলা প্রশাসনের কর্তারা।

জানা গিয়েছে, এর আগে একবার ইমামদের নিয়ে বৈঠক করেছিল জেলা প্রশাসন। সেই বছর প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৬০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছিল ৮২ শতাংশ। এবারও ইমামদের নিয়ে সচেতনতা শিবিরের পর এই হার আরও কিছুটা বাড়বে বলেই আশাবাদী জেলা প্রশাসন। এদিন পতঙ্গবাহিত রোগ সম্পর্কেও সচেতনতা বাড়ানোর চেষ্টা হয়। এছাড়া বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার আর্জি জানানো হয় জেলা প্রশাসনের তরফ থেকে।

তথ্য ও ছবিঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tQKzST

March 15, 2018 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top