হারারে, ১৫ মার্চ- আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এদিন সুপার সিক্সের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব শেষে আজই শুরু হয়েছে সুপার সিক্স পর্বের খেলা। এদিন হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শাই হোপ। ক্রিস গেইল আউট হন এক রান করে। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি, মোহাম্মদ নবী ২টি, শরফুদ্দীন আশরাফ ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন। পরে আফগানিস্তান ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন রহমত শাহ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্যাসন হোল্ডার ৩টি, কিমো পল ২টি, নিকিতা মিলার ১টি ও অ্যাশলে নার্স ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মুজিব উর রহমান। আরও পড়ুন:অলিখিত সেমিফাইনালে জয় আসবে তো? বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। দলের পক্ষে ওপেনার ম্যাথু ক্রস ১১৪ রান করেন। পরে সংযুক্ত আরব আমিরাত ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ২৪৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ম্যাচ সেরা হন ম্যাথু ক্রস। সূত্র: ঢাকাটাইমস২৪ এমএ/ ১১:৫৫/ ১৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pigSon
March 16, 2018 at 06:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন