কলম্বো, ১৬ মার্চ- ক্রিকেট বিশ্বে তাঁর মতো আর কাউকে দেখার সম্ভাবনা খুব কম। অনেক ফাস্ট বোলারই এসেছেন কিন্তু ব্রেট লির মতো পুরো ক্যারিয়ার একই গতিতে বল করতে পারেননি কেউ। ক্যারিয়ারে কখনো গতির সঙ্গে আপস করেননি সাবেক অস্ট্রেলিয়ান পেসার। বিশ্বকাপজয়ী এই ফাস্ট বোলার তাসকিনকে দেখে মুগ্ধ। বাংলাদেশি পেসারকে নিয়ে কাজ করতে আগ্রহী লি। ভারতের বিপক্ষে ম্যাচ চলার সময় লিকে জিজ্ঞেস করা হয়েছিল , বাংলাদেশের পেসারদের মধ্যে কাকে ভালো লেগেছে তাঁর। লির মুখে বারবার তাসকিনের নামই শোনা গেছে। ভারতের বিপক্ষে তাঁকে একাদশে না দেখে হতাশও হয়েছেন লি, কিছু বোলারকে দেখেছি। কয়েকজনের ভালো গতি আছে, যেমনতাসকিন আহমেদ। এ ম্যাচে (ভারতের বিপক্ষে) তাসকিনকে একাদশের বাইরে রাখা হয়েছে দেখছি। আমার মনে হয় তার ঘাটতিটা আত্মবিশ্বাসে। ভালো তরুণ বোলার। চিন্তাশীল ক্রিকেটার মনে হয়। স্মার্ট ছেলে, কীভাবে সে ক্যারিয়ারটা এগিয়ে নেয় সেটি দেখতে আগ্রহী। আরও পড়ুন: সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে হারাল আফগানিস্তান অনেক প্রতিশ্রুতি নিয়ে এসেও তাসকিন হতাশ করেছেন। দলে এখনো নিয়মিত হতে পারেননি। এ ব্যাপারে তাসকিনকে সাহায্য করতে চান লি, শুনেছি সে জোরে বোলিং করতে পারে। কিছুটা হতাশ, সে আজ (ভারতের বিপক্ষে) খেলছে না। আশা করি পরের ম্যাচে তাঁকে দেখব। সে এমন একজন বোলার, যাকে নিয়ে আমি কাজ করতে আগ্রহী। তার সঙ্গে দেখি কথা বলব। শুধু তাসকিনই নন, সব পেসারের জন্যই ভালো করার টোটকাও দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭১৮ উইকেট পাওয়া লি, ব্যাটসম্যানরা ধারাবাহিক হয় তার রান দিয়ে, বোলারকে হতে হয় বোলিং দিয়ে। যথার্থ অনুশীলন করতে হবে, বোলিংয়ের আগে ভাবনাটা পরিষ্কার রাখতে হবে। তাসকিনের দুর্দান্ত বোলিং দেখতে উন্মুখ হয়ে আছি। সূত্র: প্রথম আলো আর/০৭:১৪/১৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2IrZhmE
March 16, 2018 at 02:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন