পায়ে হেটে ১০০ মাইল অতিক্রম করল সিলেটের এম.সি কলেজের ছয় শিক্ষার্থী

সুরমা টাইমস ডেস্ক::     রোভার স্কাউটের সর্বোচ্চ পুরস্কার “প্রেসিডেন্ট পদক” এর জন্য মনোনীত হতে গত বৃহস্পতিবার বিকেলে বি.বাড়ীয়া জেলার ইসলামপুর ইউনিয়ন এ ৬ শিক্ষার্থী পায়ে হেটে ১০০ মাইল অতিক্রম করেছে। ৬জন রোভার দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পরিভ্রমণ সম্পন্ন করে ।
গ্রুপ-১ এর নেতৃত্ব দেন সিনিয়র রোভার মেট শিপন সুত্রধর
এবং গ্রুপ-২ এর নেতৃত্ব দেন রোভার মেট আরিফুল ইসলাম সৌরভ। গ্রুপের অন্য সদস্যরা হলেন হিমেল আহমদ, এফতেখারুল ইসলাম, তালুকদার মোঃ হাবিবুর রহমান রাব্বি, মোঃ শওকত হোসেন। বিকেল সাড়ে ৪ টার দিকে রোভার স্কাউটের ওই শিক্ষার্থীরা পায়ে হেটে ১০০ মাইল পথ অতিক্রম করে বি.বাড়িয়ার ইসলামপুর ইউনিয়ন-এ পৌছে।

এমসি কলেজের অধ্যক্ষ জনাব নিতাই চন্দ্র চন্দ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৮ই মার্চ সকাল সাড়ে ৮ টার দিকে পায়ে হেটে ১০০ মাইল অতিক্রমের উদ্দেশ্যে রওনা দেয় ৬ শিক্ষার্থী এবং গত ২২শে-ই মার্চ শেষ হয় তাদের পরিভ্রমণ।
সিলেট বিভাগের তিনটি জেলা ঘুরে পায়ে হেটে ব্রাম্মনবাড়ীয়া জেলার বিজয়নগর শহরে পৌছেছে ৬ শিক্ষার্থী। এরই মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের কাংখিত ১০০ মাইল পথ অতিক্রম করে।

প্রসঙ্গত:– রোভার স্কাউটের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে প্রেসিডেন্ট পদক। এ পদকের জন্য মনোনীত হতে ১০০ মাইল পায়ে হেটে পরিভ্রমন করতে হয়। সেই লক্ষ্যেই এম.সি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৬শিক্ষার্থী পায়ে হেটে মাইলের পর মাইল পেরুতে সংকল্পবদ্ধ হয়।—



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2ugVxl4

March 24, 2018 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top