ছাত্রলীগ কর্মী মিন্নতের উপর হামলা ও কব্জি কর্তনের আসামী হিরন মাহমুদ প্রকাশ ইরন গ্রেফতার

গত-১৩/০৩/১৮খ্রিঃ রাত অনুমান ০৯:৫০ ঘটিকার সময় শাহজালাল উপশহর তেররতন বাজার এলাকার সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ সেলিম এর অনুসারী ছাত্রলীগ কর্মী মিন্নত (২৮)’কে প্রতিপক্ষ আসামী হিরন মাহমুদ প্রকাশ ইরন (২২), পিতা- শফিকুল ইসলাম, মাতা- বিলকিস বেগম, সাং- চেঙ্গাইহাল, থানা- দোয়রাবাজার, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে-সবুজবাগ (রেজওয়ান মিয়ার কলোনী), থানা- শাহপরান (রহ:), জেলা- সিলেট ও তাহার সঙ্গীয় সহযোগীরা মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন করতঃ গুরুতর আহত এবং বাম হাতের কব্জি ধারালো অস্ত্র দ্বারা কোপাইয়া প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। আহত মিন্নতকে তাৎক্ষনিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে, চিকিৎসকগন তাহাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উক্ত হাসপাতাল হইতে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনায় মিন্নত বাদী হয়ে জাকিরুল আলম জাকির ও সৈয়দ নাহিদুর রহমান সাব্বিরকে প্রধান আসামী করে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১২, তারিখ-১৬/০৩/১৮খ্রিঃ ধারা-১৪৩/১৪৪/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪ দঃ বিঃ রুজু হয়। ঘটনায় গত-১৭/০৩/২০১৮-খ্রিঃ তারিখ আসামী মামুনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামুনকে গ্রেফতারের পর গত-২২/০৩/২০১৮খ্রিঃ ভোর রাতে উক্ত মামলার অন্যতম ৭নং আসামী হিরন মাহমুদ প্রকাশ ইরন’কে এসআই/ রাজীব কুমার রায় শাহজালাল উপশহর এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হিরন মাহমুদ প্রকাশ ইরন ঘটনায় নিজেকে জড়িত বলে অদ্য-২৩/০৩/২০১৮খ্রিঃ বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালত আসামী হিরন মাহমুদ প্রকাশ ইরন এর জবানবন্দি লিপিবদ্ধ করে জেল হাজতে প্রেরণ করেন। পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।—বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Gk8CP2

March 24, 2018 at 01:22PM
24 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top