নয়াদিল্লি, ৬ মার্চঃ কলম্বিয়ান সাহিত্যিক ও সাংবাদিক তথা চিত্রনাট্যকার গাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে সম্মান জানাল গুগল। গুগলের ডুডলে আজ তিনি। লাতিন আমেরিকার প্রিয় গাবো বা গাবিতো-র আজ ৯১তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর অমর গ্রাম মাকন্দো-কে ডুডলে তুলে ধরেছেন শিল্পী মাথ্যু ক্রুশাঙ্ক।
১৯২৭ সালে জন্ম মার্কেজের। বিংশ শতাব্দীর কিংবদন্তি সাহিত্যিক সারা জীবনে লিখেছেন ২৫টিরও বেশি বই। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পান তিনি। তাঁর জীবনীশক্তির কাছে হার মেনেছিল দুরারোগ্য লিম্ফেটিক ক্যানসারও। ২০১৪ সালের এপ্রিল মাসে মেক্সিকোতে তাঁর দেহাবসান ঘটে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2I5TOlb
March 06, 2018 at 01:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন