পিএনবি কাণ্ডে শমন আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাংক প্রধানকে

মুম্বই, ৬ মার্চঃ পিএনবি কাণ্ডে তদন্তে নেমে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)শমন পাঠাল আইসিআইসিআই ব্যাংকের প্রধান চন্দা কোচার এবং অ্যাক্সিস ব্যাংকের প্রধান শিখা শর্মাকে।

অভিযোগ, এই দুই বেসরকারি ব্যাংকের প্রধান মেহুল চোকসির সংস্থা গীতিঞ্জলি গ্রুপকে ৫২৮০ কোটি টাকা লোন পেতে সাহায্য করেছিল। বিদেশে অ্যাক্সিস ব্যাংকের শাখা থেকে যে ৪০৫ কোটি টাকা জালিয়াতি করা হয়েছে তাতেও নাকি সবরকম সহযোগিতা করেছিল আইসিআইসিআই ব্যাংকের প্রধান চন্দা কোচার।
তাঁদের জেরা করে আরও নতুন তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। গত বুধবার পিএনপির সিইও সুনীল মেহতাকে শমন পাঠানো হয়েছে। শিল্পমন্ত্রকের অধীনে থাকা জালিয়াতি তদন্তকারী সংস্থা এসএফআইও পুরো ঘটনার তদন্ত শুরু করছে। তদন্তকারীদের অনুমান মেহুল চোকসি ও নীরব মোদির প্রায় ৪০০টি ভুয়ো কোম্পানিও রয়েছে। সেই ভুয়ো কোম্পানিগুলির মাধ্যমেই সব টাকা বিদেশে সরিয়েছেন তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oTfR5N

March 06, 2018 at 01:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top