নয়াদিল্লি, ১৫ মার্চঃ সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অ্যাকাউন্টেন্সির প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ অস্বীকার করল বোর্ড। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া স্বীকার করে নিয়েছিলেন, বুধবার রাতেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। তিনি জানান, হোয়াটসঅ্যাপে যে প্রশ্নপত্রটি ছড়িয়ে পড়ে, তার দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেন্সির সেট ২ এর প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে। যদিও সিবিএসই-র তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সিবিএসই জানিয়েছে, কীভাবে প্রশ্ন ফাঁস হল তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি।
ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তাদের দাবি, প্রশ্নপত্র যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়, তখন তার সিল অটুট ছিল। ফলে বুধবার রাতে প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনাই নেই। এই ঘটনার ফলে পরীক্ষার প্রক্রিয়ায় সমস্যা হয়েছে বলেও দাবি করা হয় বোর্ডের তরফে।
এদিকে, মণীশ শিশোদিয়া স্পষ্ট জানিয়েছেন, দিল্লির রোহিনী এলাকা থেকে অ্যাকাউন্টেসির প্রশ্ন ফাঁস হয়েছিল। এনিয়ে তিনি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tQH7rp
March 15, 2018 at 05:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন