মুম্বাই, ১৫ মার্চ- বলিউডে প্রতিষ্ঠা পেতে অনেক লড়াই করতে হয়েছে সুপারস্টার শাহরুখ খানকে। জীবনের নানা প্রতিকূলতাকে জয় করে এখন তিনি বলিউডের সেরা নায়ক। শাহরুখ মনে করেন তার জীবনে নানা রকম কঠিন সময় পার করতে হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল বাবা-মায়ের মৃত্যু। শাহরুখ জানান, বাবা-মায়ের মৃত্যুই তার জীবনের সবচেয়ে বড় প্রতিকূল সময়। শাহরুখের যখন ১৪ বছর বয়স তখন তার বাবার মৃত্যু হয়। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ২৪ বছর বয়সে মৃত্যু হয় তার মায়ের। বাবা-মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। কীভাবে সেই শোক কাটিয়ে উঠবেন, তা বুঝেও উঠতে পারেননি। সম্প্রতি রানী মুখার্জির মুখোমুখি হয়ে এ কথাগুলো বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড কিং। রানী মুখার্জি তার নতুন ছবি হিঁচকি নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আরও পড়ুন: আমির খানের ৫৩তম জন্মদিনে এই কথাগুলো আপনি জানেন কি? এই ছবির প্রচারণার অংশ হিসেবেই শাহরুখের মুখোমুখি হয়েছিলেন রানী। সেখানে শাহরুখ এই কথাগুলো বলেন। শাহরুখ তার দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু প্রতিকূল মুহূর্ত পেরিয়ে এসেছেন। তার মধ্যে বাবা-মাকে হারানোর সময়টা অন্যতম। এদিকে রানী তার হিঁচকি ছবির প্রচারণায় এখন ঘরে বেড়াচ্ছেন পুরো ভারত। সম্প্রতি কলকাতায় এসেও ছবির প্রচারণা চালিয়েছেন। এই ছবির মাধ্যমে অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন রানী। আগামী ২৩ মার্চ ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Iucbk8
March 15, 2018 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top