দাবানলে দগ্ধ ৯ ট্রেকার

থেনি, ১২ মার্চঃ তামিলনাড়ুর থেনির কাছে কুরানগানি হিল রিজার্ভ ফরেস্ট-এ দাবানলে মৃত্যু হল ৯ ট্রেকারের। সংরক্ষিত ওই পাহাড়ি জঙ্গলে একটি ট্রেকিং ক্লাবের অধীনে ৩৯ জন ট্রেক করতে গিয়েছিলেন। জঙ্গল থেকে ৩০ জন ট্রেকারকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের অধিকাংশই ছাত্র। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। চেন্নাইয়ের ওই ট্রেকিং ক্লাব সূত্রে জানা গিয়েছে, হিল রিজার্ভ ফরস্টে ট্রেক করতে যাওয়া ৩৯ জনের দলের মধ্যে ২৭ জনই চেন্নাইয়ের, বাকিরা ইরোড ও ত্রিপুরের। দলে ২৫ জন মহিলা ও ৩টি শিশু ছিল।  গোটা ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জঙ্গলে যখন গত কয়েকদিন ধরেই আগুন লাগার খবর ছিল, তখন কেন সেখানে ট্রেক করতে যাওয়ার অনুমতি দেওয়া হল, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার।

ছবিঃ কুরানগানি হিল রিজার্ভে দাবানল।-সংগৃহীত চিত্র

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FsX2Sd

March 12, 2018 at 10:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top