ওয়েব ডেস্ক, ১২ মার্চঃ হাইপারসনিক মিসাইল পরীক্ষা করল রাশিয়া। এ মাসেরই গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুংকার দিয়েছিলেন, রাশিয়া এমন এক মিসাইল আনছে যা পৃথিবীর যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, আমেরিকা বা বিশ্বের কোনো দেশের সাধ্য নেই সেই মিসাইলকে রোখার। রুশ প্রতিরক্ষা মন্ত্রক হাইপারসনিক মিসাইল পরীক্ষার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে জানিয়েছে, গত শনিবার মিগ-৩১ থেকে অপ্রতিরোধ্য এই মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। দিন ও রাতে ওই মিসাইল যাতে অব্যর্থভাবে শত্রুদের আঘাত হানতে পারে তার জন্য রুশ এয়ারফোর্সকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই রাশিয়ার এই হাইপারসনিক মিসাইল পরীক্ষা সারা পৃথিবীতে যুদ্ধের আবহে নতুন ইন্ধন জোগাচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tBDci7
March 12, 2018 at 10:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন