ওয়েব ডেস্ক, ১২ মার্চঃ দেশের ৩৬ শতাংশ জন প্রতিনিধির বিরুদ্ধেই ফৌজদারি মামলা চলছে। সব মিলিয়ে ১৭৬৫ জন সাংসদ ও বিধায়কের বিরদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ মামলা রয়েছে। সুপ্রিম কোর্টে এমনই তথ্য দিয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। তাদের দেওয়া হিসাবমতোই দেশে সাংসদ ও বিধায়ক মিলিয়ে মোটা সংখ্যা ৪৮৯৬। তাদের মধ্যে ১৭৬৫ বিরুদ্ধে ৩০৪৫টি ফৌজদারি মামলা চলছে। কেন্দ্র আরও জানিয়েছে, ওইসব মামলার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে, যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে ওই সব মামলা তুলে এ বছরের মধ্যেই সেগুলির নিষ্পত্তি করা যায়। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তারপর ক্রমানুসারে রয়েছে তামিলনাড়ু, বিহার, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও কেরল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Gh77Pm
March 12, 2018 at 10:56AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন