উত্তরকন্যায় বন্ধুত্বপূর্ণ আবহেও চলতে পারে দর কষাকষি

শিলিগুড়ি, ১৫ মার্চঃ কিছু পেতে গেলে কিছু দিতে তো হবেই। বন্ধুত্বের আবহে এই বার্তা দিতে শুক্রবার উত্তরকন্যায় বৈঠকে বসছেন দুই মুখ্যমন্ত্রী। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং উভয়েই যাবতীয় সমস্যা মিটিয়ে একসঙ্গে চলার পক্ষপাতী। চামলিং নিজে তেকে উদ্যোগী হয়ে সমস্যা মেটাতে ফোন করায় তাতে সাড়া দিতে তাই মোটেই দ্বিধা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরকন্যায় দুই মুখ্যমন্ত্রীর বৈঠককে ঐতিহাসিক বলে আখ্যা দেন সিকিমের পর্যটনমন্ত্রী উগেন টি গ্যাত্সো। তিনি বলেন, পাশাপাশি দুই রাজ্যে সমন্বয় আরও বাড়লে এই অঞ্চলে পর্যটকের যাতায়াত আরও বাড়বে। জানা গিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়ককে সর্বক্ষণ সচল রাখার দাবিতে সিকিমের মুক্যমন্ত্রী পবন চামলিং যেমন সরব হবেন তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাহাড়ের আন্দোলনে সিকিমের ইন্ধন বন্ধ করা, দু’রাজ্যের গাড়িই যাতে অবাধে দু’রাজ্যে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার ওপর জোর দেবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tR0EIl

March 15, 2018 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top