লন্ডন, ১৫ মার্চঃ এই মুহুর্তে চোটের কারণে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়েছে নেইমারকে।এর মাঝেই প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে নকল করে বিপাকে তিনি।
হকিংয়ের মৃত্যুর পর তাঁকে অনুকরণ করে হুইল চেয়ারে বসে টুইটারে একটি ছবি পোস্ট করেন নেইমার। এর ক্যাপশনে নেইমার লেখেন হকিংয়ের বিখ্যাত সেই উক্তি- ‘সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজের সেরাটা বের করে আনতে হবে।’ এরপরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ট্রোলড হন ব্রাজিলীয় তারকা। এই ছবি পোস্ট করার জন্য নেইমারের সমালোচনাও করেন তার ভক্তরা।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘মোটর নিউরন’ নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন হকিং। তারপর জীবনের শেষ দিন অবধি তাকে হুইলচেয়ারেই কাটাতে হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FUgDdD
March 15, 2018 at 11:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন