সুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জুয়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
মঙ্গলবার রাতে শাবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে সৈয়দ জুয়েমকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় বুধবার শাবি ছঅত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন; সেই মামলার অন্যতম আসামি সৈয়দ জুয়েম।
মামলার অন্য আসামীরা হলেন- ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ ও আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, সদস্য মুনকির কাজী, কাজী তৌফিকুর রহমান তন্ময়, মুস্তাফিজুর রহমান খান ও বাসির মিয়া। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ১২ জনকে আসামি করা হয়।
এদিকে, এ সংঘর্ষের ঘটনায় ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিস্কৃতদের মধ্যে সৈয়দ জুয়েমও রয়েছেন।
বহিস্কৃত অন্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম,শাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল আলম অন্তুু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, সদস্য মুনকার কাজী, তৌফিকুর রহমান তন্ময়, বাসির মিয়া, মেহের উদ্দিন হিমেল, রায়হান আহমেদ এবং শরিফুল মালেক শরিফ।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GftBma
March 22, 2018 at 06:57AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন