পোখরান (রাজস্থান), ২২ মার্চঃ বিশ্বের দ্রুততম অ্যান্টিশিপ মিসাইল ব্রহ্মোস–এর সফল উৎক্ষেপণ করল ভারত। রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জ থেকে বৃহস্পতিবার সকাল ৮.৪২ মিনিট নাগাদ এই সুপারসোনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক থেকে টুইটারে জানানো হয়েছে, ঠিক সময় দুর্দান্তভাবে লক্ষ্যভেদ করেছে ব্রহ্মোস। ভারতীয় নিরাপত্তা ব্যবস্থায় এই নতুন মিসাইলের সফল উৎক্ষেপণের পর বিজ্ঞানী, ডিআরডিও এবং ব্রহ্মোস টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। জানিয়েছেন। ভূমি, জাহাজ, ডুবোজাহাজ বা যুদ্ধবিমান থেকে ছোড়া যায় এই মিসাইল। এটি প্রায় ৩০০ কেজি অস্ত্র বহনে সক্ষম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uaIQIb
March 22, 2018 at 02:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন