টরন্টো, ২০ মার্চ- অন্তত একটি নিজস্ব সিনিয়র হোম বা বৃদ্ধানিবাস প্রয়োজন টরন্টোয় বাংলাদেশি প্রবীণদের জন্য। শারীরিক অক্ষমতা, বয়স এবং পারিবারিক কারণে অনেক প্রবীণ বাঙালির এখানে এখন দিন কাটে নিঃসঙ্গতায়। আর বর্তমানে টরন্টোতে যেসব বৃদ্ধাশ্রম রয়েছে সেগুলোও ধর্মীয়, ভাষাগত ও সাংস্কৃতিক কারণে বাঙালি প্রবীণদের থাকার জন্য খুব একটা অনুকূলে নয়। বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) আয়োজিত এক কর্মশালায় এমন বক্তব্যই ওঠে আসে। প্রবীণদের স্বাস্থ্য সমস্যা ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কিত এক কর্মশালায় এ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ১৭ মার্চ টরন্টোর ড্যানফোর্থস্থ বায়েসের অফিসে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বায়েসের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি ও পেশার ২৯ জন প্রবীণ ব্যক্তি উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশি চিকিৎসক ফাহমিদা নাহিদ। প্রবীণরা যেসব স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন সে সম্পর্কে তিনি তাঁর উপস্থাপনায় আলোকপাত করেন। একই সাথে কীভাবে এবং কোথায় এর প্রতিকার পাওয়া যাবে, প্রবীণদের জন্য কানাডায় কী কী সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন ডা. ফাহমিদা। আলোচকরা বলেন, কানাডায় বাংলাদেশি প্রবীণের সংখ্যা দিন দিন বাড়ছে, আর সেই সাথে বাড়ছে বিভিন্ন সমস্যাও। প্রবাসে প্রবীণদের সমস্যা বহুমাত্রিক। তারা মানসিক, পারিবারিক, সামাজিক এমনকি আরও বিভিন্ন সমস্যায় জর্জরিত। যেমন- শারীরিক অসামর্থ্য, অসহায়ত্ব, পরনির্ভরশীলতা, অদৃষ্টের উপর সমর্পণতা ও অতিরিক্ত সংবেদনশীলতা। এগুলোর কারণে মানসিক যন্ত্রণা থেকে শুরু করে নিজেকে অবাঞ্ছিত, পরিবারের বা সমাজের বোঝা মনে করেন। অনেক প্রবীণই বিষণ্ণতায় ভোগেন। আর বয়স বৃদ্ধির কারণে রাগ-ব্যাধিতো বাড়েই। প্রবীণ বয়সে চাকরি করেও সংসার চালাতে হয় অনেককেই। আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে টরন্টোতে আয়োজিত হল মোটর শোভাযাত্রা প্রবীণ বা বয়স্ক এই সম্মানিত ব্যক্তিরা প্রবাসে শুধু দেশের স্মৃতিকেই বহন করছেন না অনেকে প্রিয়জনের সান্নিধ্য থেকেও বঞ্চিত। পারিবারিক বিচ্ছিন্নতা বা নিঃসঙ্গতার কারণে যদি বৃদ্ধানিবাসে থাকতেই হয় তবে তা হতে হবে বাঙালি সংস্কৃতির আদলেই নিজস্ব বৃদ্ধানিবাস। তথ্যসূত্র: সিবিএন২৪ এআর/১২:০৮/২০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FX16pW
March 20, 2018 at 06:07PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন