টরন্টো, ২০ মার্চ- গত ১৮ মার্চ রবিবার নগরীর বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টোর বার্ষিক সাধারন সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন। বিকেল ৫টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী। কার্যকরী পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম। সাধারন সম্পাদক আশীষ পালের অনুপস্থিতে তাঁর পাঠানো বার্ষিক রিপোর্ট পাঠ করা হয়। কোষাধ্যক্ষ মুহিবুর রহমান খাঁন এসোসিয়েশনের সকল আয়, ব্যায় এবং সঞ্চয়ের হিসাব প্রদান করেন। তিনি জানান এসোসিয়েশনের তহবিল দ্বিগুন হয়েছে। সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী তাঁর বক্তব্যে বিগত কমিটির সকল কার্যাবলী উপস্থাপন করে বলেন এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে কমিটির সকলের সাহায্য ও সহযোগীতার কারনে। সভাপতি তাঁর বক্তব্যের মাধ্যমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করার আহবান জানান। প্রকৌশলী রেজাউর রহমানকে সভাপতি করে উপদেষ্ঠা মন্ডলীর মাধ্যমে নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য উপস্থিতির কাছ থেকে নাম আহবান করা হলে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন দেওয়ান আব্দুল গফরান চৌধুরী। এছাড়া সাধারন সম্পাদক পদে সৈয়দ মাহবুব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল কুদ্দুছ চৌধুরীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে পুনঃনির্বাচিত হন মুহিবুর রহমান খাঁন। সভায় রজত পাল এবং লায়েকুল হক চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। আরও পড়ুন: নিজস্ব বৃদ্ধানিবাস প্রয়োজন টরন্টোয় বাংলাদেশি প্রবীণদের জন্য সভায় উক্ত ৬ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি আগামী ৮ এপ্রিলের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, শংকর দে, রজত পাল, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃদন্দ যথাক্রমে মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, আব্দুর রব, শক্তি দেব, মোসলেহ উদ্দিন, আব্দুল কুদ্দুছ চৌধুরী, শুশীতল সিংহ চৌধুরী প্রমুখ। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সভা শেষে এসোসিয়েশনের বিগত কমিটির সাধারন সম্পাদক অসুস্থ আশীষ পালকে দেখতে তাঁর বাসায় যান কমিটির নেতৃবৃন্দ। এআর/১২:১২/২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2G6liZP
March 20, 2018 at 06:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top