কলকাতা, ১৮ মার্চঃ মহম্মদ সামি বনাম হাসিন জাহান বিতর্কে নয়া মোড়। গাজিয়াবাদের এক ক্রিকেট অ্যাকাডেমির মাঠে আজ সকালে হঠাৎ অনুশীলনে নেমে পড়েন সামি। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে প্রায় এক ঘন্টার নেট সেশনের প্রায় পুরোটাই বাইশ গজে বল করেছেন সামি। পরে দেখা গিয়েছে ব্যাট হাতেও। তার জন্য স্থানীয় থানার তরফে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, সামি এখন তার পরিবার নিয়ে দিল্লিতে রয়েছেন।
সকালে বল হাতে সামি অনুশীলনে নামার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের করাচি থেকে শোনা গেল বহুচর্চিত আলিশবার কন্ঠস্বর। একান্ত সাক্ষ্যাৎকারে তিনি জানান, ‘আমি সামির একজন ফ্যান। ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়। দুবাইতে আমরা দেখাও করেছিলাম। বিমানবন্দর থেকে একসঙ্গে হোটেলে য়াই আমরা। সেখানে প্রাতরাশও করি একসঙ্গে। কিন্তু আমাদের মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি। মহম্মদ ভাইকেও আমি চিনি না। সামির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। প্রয়োজনে আমি ভারতে গিয়েও সামির হয়ে সওয়াল করতে রাজি।’
অন্যদিকে সামি জানান, ‘আমার জীবনে ক্রিকেটই সব। অনেকদিন পর আজ মাঠে কিছুটা সময় কাটিয়ে ভালো লাগল।’
সামির পারিবারিক সূত্রে খবর, দেশের অন্যতম সেরা ফৌজদারি আইন বিশেষজ্ঞ সামির হয়ে মামলা লড়তে চলেছেন। তবে এখনও তাঁর নাম জানা যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pn00hd
March 18, 2018 at 10:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন