পঞ্চায়েত নির্বাচন তিন দফায়!

কলকাতা, ১৮ মার্চঃ রাজ্যে এবার তিন দফায় পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভবনা। আগামী ৩ মে থেকে এই নির্বাচন হওয়ার শুরু হওয়ার কথা। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া এই নির্বাচন ৭ মে ও ১০ মে অবধি চলবে। ১৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। রাজ্য নির্বাচন কমিশন এই মর্মে সরকারকে প্রস্তাব দিয়েছে বলে প্রকাশ। বিশেষ কোনো কারণ না থাকলে সরকারের পক্ষে এই প্রস্তাবে সিলমোহর দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রথম দফায় উত্তরবঙ্গের ৬টি জেলা, দ্বিতীয় দফায় মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের ৬টি জেলা ও শেষ দফায় বাকি জেলাগুলিতে ভোটগ্রহণ হবে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ৫ কোটির বেশি ভোটদাতা অংশ নেবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DDEOYr

March 18, 2018 at 10:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top