শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতল ভারত

 কলম্বো, ১৮ মার্চঃ রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতল ভারত। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে নিদাহাস ত্রিদেশীয় টি-২০ সিরিজ ঘরে তুললো ভারত। রবিবার  টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ। শাব্বির রহমান সর্বাধিক ৫৫ বলে ৭০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে তবে তৃতীয় ওভারেই শিখর ধাওয়ান (১০)ফিরে যান। এদিনও তিন নম্বরে নামা সুরেশ রায়নাও(০) ব্যর্থ‌। এরপর  মনীশ পাণ্ডে এবং রোহিত শর্মার জুটি ভারতেকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ব্যক্তিগত ৫৬ রানে রোহিত ফিরতেই চাপে পড়ে যায় ভারত। ১৮ তম ওভারে মুস্তাফিজুরের ওভার বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে যায়। ওই ওভার থেকে আসে মাত্র ১ রান। তবে  দিনেশ কার্তিকের দাপটে শেষ রক্ষা হল না বাংলাদেশের। রুবেলের করা ১৯তম ওভার থেকে ২২ রান আসে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু বিজয় বল মিস করায় ফের একবার চাপে পড়ে ভারত। এরপর শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। আর তখনই শেষ বলে ছয় মেরে জাভেদ মিয়াদাঁদের স্মৃতি ফিরিয়ে আনে দীনেশ কার্তিক। ম্যাচের সেরা কার্তিক। সিরিজ সেরা ওয়াশিংটন সুন্দর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pn0hAL

March 18, 2018 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top