কাতসুকো শারুহাসির জন্মদিনে সম্মান জানাল গুগল

নয়াদিল্লি, ২২ মার্চঃ জাপানের বিজ্ঞানী কাতসুকো শারুহাসির ৯৮তম জন্মদিনে তাঁকে সম্মান জানাল গুগল।

১৯২০ সালের জাপানের টোকিওতে জন্ম তাঁর। ভু -রসায়নের ওপর কাজ করা বিজ্ঞানী হিসাবে খ্যাত। কাতসুকো শারুহাসি বলেছিলেন, ‘এমন অনেক মহিলা আছেন যারা একজন ভাল বৈজ্ঞানিক হতে পারেন। আমি দেখতে চাই যেদিন মহিলারা বিজ্ঞান আর প্রযুক্তি ক্ষেত্রে পুরুষদের সমান অংশীদার হবেন’। তিনি প্রথম মহিলা যিনি ১৯৫৭ সালে ইউনিভার্সিটি অফ টোকিয়ো থেক কেমিস্ট্রিতে ডক্টরেট করেছিলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ueMil4

March 22, 2018 at 12:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top