অকল্যান্ড, ২২ মার্চঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কার্যত ছারখার হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ইডেন পার্কে ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ের সামনে ইংরেজদের ইনিংস শেষ মাত্র ৫৮ রানেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন রানের ইনিংস। জো রুট, বেন স্টোকস সহ ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি। ৩২ রান দিয়ে ৬ উইকেট নেন বোল্ট, বাকি চারটে উইকেট নিয়েছেন টিম সাউদি। একটা সময় ২৭ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। অনেকেই ভাবছিলেন ইংল্যান্ডের টেস্টে সর্বনিম্ন রানের আগের রেকর্ড (৪৫ রান) ভেঙে যাবে আজই। তবে নবম ব্যাটসম্যান ক্রেগ ওভারটনের ২৫ বলে ৩৩ রানের জেরে সেই লজ্জায় পড়তে হয়নি ইংল্যান্ডকে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০১ রান করেছে কিউয়িরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pvgjbP
March 22, 2018 at 12:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন