মুম্বই, ১৩ মার্চঃ বাজেট কেরিয়ার ইন্ডিগো একদিনে বাতিল করল ৪৭টি উড়ান। ইন্ডিগোর কয়েকটি বিমানে যান্ত্রিক ত্রুটি খুঁজে পায় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ)। এরপরই দেশজুড়ে ডিজিসিএ-এর নির্দেশে ইন্ডিগোর তরফে উড়ান বাতিলের নির্দেশ দেওয়া হয়।
যাত্রীদের হয়রানি এড়াতে সংস্থার ওয়েবসাইটে বিস্তারিতভাবে উড়ান বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পাটনা, শ্রীনগর, ভুবনেশ্বর, অমৃতসর এবং গুয়াহাটি থেকে একাধিক ইন্ডিগোর উড়ান বাতিল করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার লখনউ থেকে আহমেদাবাদ যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ইন্ডিগোর একটি বিমান ফিরে আসে। এরপরই ডিজিসিএর তরফ থেকে তদন্ত করে ইন্ডিগোর আটটি A32Neo উড়ানকে বসিয়ে দেওয়া হয়েছে।
গোটা দেশে প্রতিদিন ইন্ডিগো প্রায় হাজার খানেক বিমান ওড়ায়। ঘরোয়া যাত্রীদের ৪০ শতাংশ যাত্রীই ইন্ডিগোতে যাতায়াত করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DnsNWT
March 13, 2018 at 12:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন