নয়াদিল্লি, ১৩ মার্চঃ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ২০২০ সালে আকাশে উড়বে ২টি নতুন বিমান। জানা গিয়েছে, ভিভিআইপিদের ব্যবহারের জন্য সম্প্রতি ২টি বোয়িং ৭৭৭-৩০০ বিমান কিনেছে এয়ার ইন্ডিয়া। দেশের সব থেকে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির জন্য বিশেষ ভাবে সাজানো হবে বিমান দু’টিকে। বিমানে জরুরি চিকিত্সার জন্য থাকবে বিশেষ কক্ষ। বিমানে ইন্টারনেট, ওয়াইফাই সহ থাকবে যাবতীয় অত্যাধুনিক সুবিধা। নিরাপত্তার জন্য থাকবে মিসাইলরোধী প্রযুক্তি।
এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিমান দু’টি কিনে নেবে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এজন্য গত কেন্দ্রীয় বাজেটে ৪,৪৬৯.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FxPhua
March 13, 2018 at 01:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন