কলম্বো, ০৬ মার্চ- স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফি খেলবে শ্রীলঙ্কা। বাকি দুই দল ভারত ও বাংলাদেশ। ইতিমধ্যে ত্রিদেশীয় এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে আগামী ৬ মার্চ মাঠে গড়াবে নিদাহাস ট্রফি। নিজেদের প্রথম ম্যাচে ৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একদিন বিরতি দিয়ে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। যার ফলে আসরে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই প্রতিযোগী ফাইনালের জন্য নির্বাচিত হবে। এর আগে লঙ্কানদের স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৯৯৮ সালে আয়োজিত হয়েছিল নিদাহাস ট্রফি। ওয়ানডে ফরম্যাটের ওই আসরে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ভারত ক্রিকেট দল। তবে এবার একদিনের প্রতিযোগিতা থেকে সরে এসে আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে। নিদাহাস ট্রফি ২০১৮ আসরের সূচি- তারিখ দল ৬ মার্চ ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত ৮ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম ভারত ১০ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১২ মার্চ ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত ১৪ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম ভারত ১৬ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১৮ মার্চ ২০১৮ ফাইনাল সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D28y0Z
March 06, 2018 at 06:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top