আর মাত্র ১০১ দিন। তারপরই ৩২ দলের অংশগ্রহণে ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও এ দেশের কোটি কোটি মানুষ বুঁদ হয়ে থাকেন ফুটবলকে নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে মাত্র ২৯০ জন দর্শকের টিকিট কিনে রাশিয়া গিয়ে স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পাবে। আর কোটি কোটি মানুষের ভরসা টেলিভিশন। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, মানুষের আগ্রহও বাড়ছে। কখন খেলা, কোন টিভিতে দেখা যাবে, কোন কোন ম্যাচ দেখাবে- এসব নিয়ে ফুটবলপ্রিয় মানুষের আগ্রহের কমতি নেই। সোমবার বাংলাদেশের মিডিয়া রাইট ঘোষণার মধ্যে দিয়ে শেষ হলো দর্শকদের অপেক্ষা। রাশিয়া বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ৩ টেলিভিশন- বিটিভি, মাছরাঙ্গা টিভি এবং কিছুদিন আগে সম্প্রচার শুরু করা নাগরিক টিভি। বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে এ তিনটি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬ টি ম্যাচ। গ্রুপ পর্বের ৮টি ধারণকৃত ম্যাচ পরে দেখাবে টিভিগুলো। একইসঙ্গে হওয়ার কারণে ওই ৮ ম্যাচ সরাসরি দেখানো সম্ভব হবে না। বিশ্বকাপের ম্যাচ দেখানোর রাইট কিনেছে জিরকন, কে-স্পোর্টস, মিডিয়াকম ও যাদু মিডিয়া। এ চার প্রতিষ্ঠান মাছরাঙ্গা ও নাগরিক টিভিকে খেলা সম্প্রচারের জন্য বেছে নিয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকছে বিটিভিও। সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মিডিয়া রাইট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও অনুষ্ঠানের আয়োজক মিডিয়া লিমিটেডের পক্ষে অঞ্জন চৌধুরী পিন্টু। আরও পড়ুন: অবিশ্বাস্য অ্যাঙ্গেলে মেসির পা! অনুষ্ঠানকে বেশ জাঁকজমক করেছিল আয়োজক মিডিয়াকম। শুরুতে বাচ্চারা ৩২ দেশের পতাকা হাতে ডিসপ্লেতে অংশ নেয়। এ সময় বাজতে থাকে রাশিয়া বিশ্বকাপের থিম সং। নানা রঙের আলোয় বর্ণিল হয়ে উঠে অনুষ্ঠানস্থল। অতিথির ভাষণে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, পৃথিবীতে বিশ্বকাপের চেয়ে উত্তেজনাকর ও আনন্দময় কিছু নেই। বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্বকাপের খেলা দেখতে অধীর আগ্রহে আছেন। আমাদের এখন আর শুধু বিদেশি টেলিভিশনের উপর নির্ভর হয়ে থাকতে হচ্ছে না। দেশের তিনটি টিভি খেলা দেখাবে, এটা দারুণ খবর। আমাদের মিডিয়া যে অনেক এগিয়ে যাচ্ছে এটা তার প্রমাণ। ৩২ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন। শেষ হবে ১৫ জুলাই। মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। রানার আপ হয়েছিল আর্জেন্টিনা। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FgodQf
March 06, 2018 at 04:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top