নয়াদিল্লি, ১৯ মার্চঃ ভারতে থাকা রোহিঙ্গাদের অবস্থা জানতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। সোমবার এক মামলার শুনানিতে সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দিল্লি হরিয়ানা, রাজস্থান ও জম্মু-কাশ্মীরে আশ্রয় নেওয়া কয়েকহাজার রোহিঙ্গা কোন পরিস্থিতির মধ্যে বাস করছে তা খতিয়ে দেখতে হবে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে।
রোহিঙ্গা ইশ্যুতে ২০১৩ সালে সুপ্রিমকোর্টে মামলা করেন আইনজীবী কোলিস গোনজারভিস। তাঁর বক্তব্য, ‘বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা রোহিঙ্গারা শোচনীয় অবস্থার মধ্যে বাস করতে বাধ্য হচ্ছেন। যে শিবির গুলিতে তাদের রাখা হয়েছে সেখানে জীবনধারণের ন্যূনতম ব্যবস্থা নেই। স্কুল-হাসপাতালের মতো সাধারণ পরিসেবা থেকেও তাঁরা বঞ্চিত।’ এরপরই প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্র, হরিয়ানা, রাজস্থান ও জম্মু-কাশ্মীর সরকারকে রোহিঙ্গা শিবিরগুলির অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2poNtZH
March 19, 2018 at 07:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন